Wimbledon champion 2021 | উইম্বলডন চ্যাম্পিয়ন ২০২১

2021 Wimbledon চ্যাম্পিয়ন হলেন নোভাক জোকোভিচ

এই চ্যাম্পিয়নশিপের সাথে ছুঁয়ে ফেললেন কিংবদন্তি রজার ফেদেরারের কুড়িটি গ্র্যান্ডস্লামের রেকর্ড।

এক নম্বর রঙ্কটি অবশ্যই তার জন্যই ধার্য।
আপামর টেনিস প্রেমীদের কাছে জোকার যে একজন কিংবদন্তী তিনি আবারও প্রমাণ করলেন 2021 সালের উইম্বলডন চ্যাম্পিয়নশিপ জিতে নিয়ে।

প্রতিপক্ষ যথেষ্ট পেশাদার খেলার ছাপ দেখালেও শেষ রক্ষা করতে পারলেন না।কিংবদন্তি রজার ফেডেরার সাথে কুড়িটি গ্র্যান্ডস্লাম জেতার বিশ্বরেকর্ড কেউ ছুয়ে ফেললেন নোভাক জোকোভিচ 2021 সালের উইম্বলেডন জেতার মাধ্যমে।

খেলার সামারি ৬-৭ , ৬-৪ , ৬-৪, ৬-৩ ।

প্রথম সেটে Matteo Berrettini এগিয়ে গেলেও পরবর্তী তিনটি শেটি জোকোভিচ নিজের দখলে করে নেন। প্রথম সেটি খুবই হার্ট ডিলারের সাথে ট্রাইবেকার অব্দি গড়িয়ে যায় প্রথম সেট টি কমপ্লিট হতে সময় লেগেছিল প্রায় 70 মিনিটের মতন। পরবর্তী সেট গুলিতেও বেশ কয়েকবার ডিইউজের সম্মুখীন হতে হয়েছে দুজন প্রতিপক্ষকে ,তবে প্রতিটা মুহূর্তে খেলা হয়েছে টানটান উত্তেজনায় ।

দর্শকদের কাছে চির স্মরণীয় হয়ে থাকল উইম্বলডন 2021 এর ফাইনালের ম্যাচ টি।

Leave a Comment