Rafael Nadal withdraws from Wimbledon and the Olympics । নাদাল নিজেকে সরিয়ে নিলেন অলিম্পিক ও উইম্বলডন থেকে

টেনিস দুনিয়ার উজ্জ্বলতম নক্ষত্র রাফায়েল নাদাল নিজেকে সরিয়ে নিলেন অলিম্পিক ও উইম্বলডন থেকে । সারা দুনিয়ার সকল টেনিস দর্শক এই খবরে রীতিমতন উদ্বিগ্ন। ২০০৮ এবং ২০১০ উইম্বলডন এছাড়া ২০০৮ এর বেজিং অলিম্পিকে গোল্ড মেডেল জিতেছিলেন।

টুইটার এ রাফা লেখেন নিজের শরীরের কথা ভেবে তিনি নিজের দলের সাথে কথা বলে তার ক্যারিয়ার কে দীর্ঘায়িত করতে এই সিদ্ধান্ত নিয়েছেন।
বর্তমানে বিশ্ব রাঙ্কিং এ তৃতীয় স্থান তার। কিংবদন্তি রজার ফেডেরার এর সমান ২০ টি সিঙ্গেল গ্রান্ড স্লাম জিতে রেকর্ড করেছেন রাফায়েল নিজে।


এই বছর ফরাসি ওপেন এর সেমিফাইনালে নোভাক জোকোভিচ এর সাথে হাড্ডাহাড্ডি খেলা খেলেও জিততে পারেননি ।এই হারের জন্যে তার ভক্তরা খুব ই দুঃখিত হয়েছিলেন ,কারণ ফরাসি ওপেনে রাফা ঘরের ছেলে। অন্যান্য টেনিস টুর্নামেন্টের সাথে বড় পার্থক্য এই ফরাসি ওপেনে খেলা হয় ক্লে কোর্টে আর এই ক্লে কোর্টের রাজা রাফা নিজে।রাফায়েল নাদাল এখন নিজেকে কিভাবে তৈরী করেন পরবর্তী টুর্নামেন্টের জন্ন্যে তাতেই চোখ থাকবে বিশ্ববাসীর।

ফরাসি ওপেন টেনিস ফাইনাল আপডেট

Leave a Comment