৩০ শে মে পর্যন্ত আগামী দু-সপ্তাহের জন্য রাজ্যে আরও কড়া নিয়ম ঘোষণা করলো রাজ্য সরকার

আগামী দু-সপ্তাহের জন্য রাজ্যে আরও কড়া নিয়ম পালনের কথা ঘোষণা করল রাজ্য সরকার। আজ সাংবাদিক
বৈঠক করে একথা জানালেন রাজ্যের মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছেন , আগামী কাল
১৬.০৫.২০২১ থেকে জারি হবে এই নিয়ম , জারি থাকবে ৩০ মে পর্যন্ত।

আসুন এবারে দেখে নেয়া হক কি কি সম্পূর্ণরূপে বন্ধ থাকছে : সব স্কুল, কলেজ, শিক্ষা প্রতিষ্ঠান, শপিং মল,
স্পা, রেস্তোরাঁ, জিম, স্পোর্টস কমপ্লেক্স, সুইমিং পুল, সিনেমা হল বন্ধ থাকবে। পরিবহন ক্ষেত্রে লোকাল ট্রেন,
মেট্রো, বাস পরিষেবা, ফেরি চলাচল বন্ধ থাকবে।

এবারে দেখে নেয়া যাক কি কি আংশিক ভাবে বন্ধ থাকবে: মুদি দোকান, সবজি বাজার, দুধ, পাউ রুটি, মাছ-মাংস,
সকাল ৭ – ১০ টা অবধি খোলা থাকবে। ৫০ শতাংশ শ্রমিক নিয়ে চা বাগান এবং ৩০ শতাংশ শ্রমিক নিয়ে পাটকল
চালু রাখার অনুমতি দেয়া হয়েছে। ব্যাঙ্ক খোলা থাকবে সকাল ১০ থেকে দুপুর ২ টো পর্যন্ত। বিয়ের অনুষ্ঠানে সর্বাধিক
৫০ জন এবং সৎকারে ২০ জনের বেশি জমায়েত করা যাবে না।

সর্বোপরি জরুরি পরিষেবায় ছাড় রয়েছে , তবে রাত্রি ৯টা থেকে পরের দিন ভোর ৫টা পর্যন্ত জরুরি পরিষেবা ছাড়া
অনন্য কারণে বাইরে বেরোনোর উপর সম্পূর্ণ ভাবে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। নিয়ম যথা যত ভাঙবে না মানলে
মহামারী আইনে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন রাজ্য সরকারের মুখ্য সচিব আলাপন বন্দ্যোপাধ্যায়।

Source Link

Leave a Comment