Covid 19 Mask বানিয়ে ফেললেন IIT-র গবেষক, খুব দ্রুত মরবে জীবাণু, কবে আসবে বাজারে এবং দাম কত ?

এই অতিমারীতে আমরা সবাই খুব এ উদ্বিগ্ন , ঠিক বুঝতে পারছি না কি করা যায়, অনেক রকমের প্রাচারের থেকে এখন আমরা
একটা জিনিস স্পষ্ট বুঝেছি যে mask পড়া কতটা গুরুত্বপূর্ণ এই মরণ ভাইরাস থেকে বাঁচতে হলে। IIT এর একদল গবেষকতৈরী করে ফেলেছেন এক নতুন প্রকারের mask যা আমাদের Covid 19 থেকে বাঁচবেই না মাস্ক এ লেগে থাকা ভাইরাস
কেও মেরে ফেলবে।

সারা বিশ্বের কাছে এই গবেষণাটি খুব আলোচনার কারণ হয়ে উঠেছে। সম্প্রতি আমেরিকার একটি জার্নাল
‘আমেরিকান কেমিক্যাল সোসাইটি- অ্যাপ্লায়েড মেটেরিয়ালস অ্যান্ড ইন্টারফেসেস’-এ প্রকাশিত হয়েছে এই গবেষণাটি ।
গবেষণা দলের নেতৃত্বে আছেন অমিত জায়সওয়াল, এছাড়া অনিতা সরকার ,প্রবীণ কুমার এবং সৌনক রায়।

মাস্কটি তৈরী করা হয়েছে এক বিশেষ মেটেরিয়াল মলিবডেনাম ডাইসালফাইড দিয়ে। এই পদার্থ টি দিয়ে মাস্ক এর
বাইরের দিকে একটি পাতলা আস্তরণ তৈরী করে দেয়া হোচ্ছে , যা সূর্যালোকে আসলেই ৭০ ডিগ্রী উষ্ণতায় পৌছিয়েগিয়

ে ভাইরাস কে মেরে ফেলছে। ১০০ থেকে ২০০ ন্যানোমিটারের কোনও ভাইরাস বা ব্যাকটিরিয়া এই আস্তরণের
উপর চলে আসলে নিমেষে তাকে মেরে ফেলে ওই আস্তরণ। covid ১৯ ভাইরাসটি ১২০ ন্যানোমিটারের, তাই এই
পদার্থের সংস্পর্শে এলেই কোভিড ১৯ ভাইরাসও মারা যাবে।

পরীক্ষায় দেখা গিয়েছে ৬০ বার সাবান জলে ধোওয়ার পরও এই Covid 19 Mask এর কার্যকারিতা একইরকম থাকছে ।
এই উপাদান দিয়ে শুধু mask ই না ppe ও বানানো যাবে। এই মাস্ক এর সঠিক ব্যবহারেরফলে ৯০% পর্যন্ত
জীবানু ধ্বংস হতে পারে। এখনই এই মাস্ক বাজারে আসছে না , গবেষকরা আরও বেশ কিছু দিন পরীক্ষা করতে
চান। তবে গবেষকরা এই আশ্বাস দিয়েছেন যে এর দাম সাধারণের হাতের মধ্যেই থাকবে।

একাদশ শ্রেণীর এক ছাত্রী বানিয়ে ফেললো এক আদ্ভুত মাস্ক

Leave a Comment