WBCHSE Exam 2021: উচ্চ মাধ্যমিক পরীক্ষা সম্ভবত পিছিয়ে যেতে পারে , সূত্র সংসদ

পিছিয়ে যেতে পারে উচ্চ মাধ্যমিক পরীক্ষা। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের থেকে এমনটাই জানা যাচ্ছে । আজ বিবৃতি দিয়ে জানিয়েছেন উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ সভাপতি মহুয়া দাস । পরীক্ষার্থীদের কথা ভেবে এমন সিদ্ধান্ত নেয়া হতে পারে , উনি বলেন চেয়ে আছি সরকারি সিদ্ধান্তের উপর ।

উল্লেখ্য , ৩০ এপ্রিল বিবৃতিতে WBCHSE জানিয়েছে এই বছর ২০২১ সালের ১১ শ্রেণির বার্ষিক পরীক্ষা বাতিল করা হয়েছে কোভিড পরিস্থিতির কারণে।
সমস্ত বিদ্যালয়ের প্রধানদের ১১ শ্রেণির পরীক্ষাথীদের ১২ শ্রেণীতে উত্তীর্ণ করার জন্যে আবেদন জানানো হয়েছে।সংসদ আরও জানিয়েছে এবছরের উচ্চমাধ্যমিক পরীক্ষা নিজ নিজ বিদ্যালয়েই হবে।

কোভিড পরিস্থিতি যেভাবে বেড়েগেছিলো সে কথা চিন্তা করে বিদ্যালয় যেমন বন্ধ ছিল আপাতত তেমনি বন্ধ থাকবে। পঠন পাঠন চলবে অনলাইনে।

Bangla Blog News

Leave a Comment

Exit mobile version