শিশুর খাদ্যনালীতে আটকে যায় coin , ৩ দিন পর হলো সফল অস্ত্রোপচার , নৈহাটির এক নার্সিংহোমে

তিন দিন ধরে হণ্যে হয়ে ঘুরে অবশেষে সফল অস্ত্রোপচার করা হলো আড়াই বছরের এক ছোট্ট শিশুর।
খাদ্যনালীতে আটকে থাকা এক টাকার coin বার করে অনাহলে শিশুটি সুস্থ হয়।

করোনা কালে যখন সবাই তটস্থ সেই সময় ঘটে এই ঘটনা শনিবার রাতে । গাইঘাটার বাসিন্দা এই শিশুটির পরিবার।
খেলার চলে এক টাকার coin মুখে পরে দেবার ফলেই এই বিপত্তি। শিশুটির শরীরে অস্বস্তি দেখা যায়, তখন
মা জানতে চাইলে শিশুটি বলে সে একটি কুইন গিলে ফেলেছে , অনেক চেষ্টা করেও coin টিকে গলা থেকে
বের করা যায়নি। তখন ওনারা চিকিৎসকের কাছে যান।

স্থানীয় চিকিৎসক কোনো সুরাহা করতে না পারলে তাকে নিয়ে যাওয়া হয় হাবড়া স্টেট জেনারেল হাসপাতাল এ।
সেখানে X RAY করলে দেখাযায় একটি কুইন আটকে রয়েছে খাদ্যনালীর ভিতর।হাসপাতালে যথাযথ বেবস্থা না
থাকায় RG KAR হসপিটালে শতান্ত্রিত করা হয়।

শিশুটির বাবা পেশায় একজন দিনমজুর। যেহেতু এখন লোকাল ট্রেন সব বন্ধ করোনা কালে , গাড়িতে করে
কলকাতা যাবার কথা ভাবলে অ্যাম্বুলেন্স যা ভাড়া চায় তা দেয়া ওনার পক্ষে সম্ভব নয়।এমত পরিস্থিতিতে
শুরুহয় টানা পড়েন।

প্রথমে কল্যাণীর বিভিন্ন নার্সিংহোমে নিয়ে যাওয়া হয় , কিন্তু কোথায় কোনো সুরাহা হয়না। এই অবস্থায়
শিশুটির সাস্থের আরও অবনতি হয় , শুরু হয় বমি। অবশেষে মঙ্গলবার সকালে নৈহাটির এক নার্সিংহোমে
নিয়ে আসলে সেখানে এন্ডোস্কপির সাহায্যে শিশুটির খাদ্যনালী থেকে ১ টাকার coin টি কে বের করা হয়।
এখন শিশুটি ভালো আছে , বাবা মা কৃতজ্ঞতা জানিয়েছেন চিকিৎসকের প্রতি।

Covid 19 Mask বানিয়ে ফেললেন IIT-র গবেষক

Leave a Comment