৯ বাচ্চার একসাথে জন্ম দিলেন মালি দেশের এক মহিলা

বাবা মায়ের কোল আলো করে হামেশাই সোনা যায় যমজ সন্তানের আগমন বার্তা। কখনো যমজ সন্তানদের মধ্যে একটি মেয়ে
হয় তো আরেকটি হয় ছেলে। আবার এমন ওঃ সোনা যায় দুটি বাচ্চাই সময় লিঙ্গের জন্মগ্রহণ করেছে।

তবে একসাথে ৯ টি সন্তানের জন্মদেয়া খুবই বিরল একটি ঘটনা। ঘটনাটি ঘটেছে মরোক্ক দেশে। একসাথে জন্ম নিয়েছে ৫ টি কন্যা
ও ৪ টি পুত্র সন্তান।

৯ টি সন্তানের জননী হালিমা সিসি মালি দশের বাসিন্দা। মালি সরকার হালিমার এমন পরিস্থিতির কথা মাথায় রেখে হালিমা কে
মরোক্ক দেশে স্থানান্তরিত করার কথা ঠিক করে। মরোক্কের সরকারি চিকিৎসাকেন্দ্র হালিমার এই ৯ টি বাচ্চা কে নিয়ে তটস্থ রয়েছেন।

এর আগে ৯ টি সন্তানের একসাথে জন্মগ্রহণের পর ৯ টি সন্তানকে বাঁচানো যায়নি। মরোক্কের হ্যাপিটাল থেকে জানানো হয়েছে এই ঘটনা
শুধুমাত্র এই হসপিটালের জন্যে গর্বের নয় এই গোটা দেশের জণ্যে গর্বের। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছেন এখন এই ৯টি শিশুকে বাঁচানো
তাদের কাছে প্রধান কর্তব্য।

মা হালিমা সিসি ৩০ সপ্তাহ গর্ভধারণ করার পর সিজারিয়ান পদ্ধতির সাহায্যে এই ৯ শিশুকে জন্মদেয়। যেহেতু এই ৯ শিশু সময়ের আগেই
জন্মগ্রহণ করেছে তাই তাদের ওজন ৫০০ – ৯০০ গ্রামের মধ্যে। অপরিণত বয়সের জন্যে তাদের প্রত্যেককে রাখা হয়েছে incubetor যন্ত্রের মধ্যে ,
সবসময় কর্তব্যরত নার্সরা এদের নিয়ে ব্যস্ত রয়েছেন , এরা ভালো রেসপন্স করলে সবাই খুশি হয় আর শরীর খারাপ হলে সবাই মনখারাপ করে।

যদিও জন্মের পর ২ সপ্তাহ কেটে গেছে , এদের মধ্যে ৬ টি শিশুর শারীরিক পরিস্থিতি বেশ ভালো , বাকি ৩ জনকে নিয়ে উদ্বেগের যথেষ্ট কারণ রয়েছে ,
এমন তাই মনে করছেন হামরোক্কের হসপিটালের ডাক্তাররা।

একসাথে ৮ ই শিশুর জন্ম দিয়েছেলেন নাদিয়া সুলেমানা মার্কিন যুক্ত রাষ্ট্রে, ২০০৯ সালে জন্মগ্রহণ করা ৮ ভাই বোন সুস্থ সবল ভাবে বেড়ে উঠছে।

Covid 19 new mask 2021

Leave a Comment