করোনা নিয়ন্ত্রণে এলেই মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা হবে , জানালেন শিক্ষামন্ত্রী

চলতি বছরের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা বাতিল করা হবে না , জানিয়ে দিলেন শিখ্যা মন্ত্রী ব্রাত্য বসু।
কোরোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউয়ের দাপটের জন্যে নেতা পিছিয়ে গেছে দুই পরীক্ষা তবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
এর সাথে কথা বলে পরীক্ষায় ডেট জানানো হবে করণের প্রকোপ কমলেই।

এই বছর শিখ্যা মন্ত্রীর দায়িত্ব নেবার পর মাননীয় ব্রাত্য বসু প্রথমেই বৈঠক করেন মধ্যশিক্ষা পর্ষদ ও উচ্চ মাধ্যমিক
শিক্ষা সংসদের সভাপতির সঙ্গে। এ বছর মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা প্রায় ১২ লক্ষ। উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা প্রায় সাড়ে ৮ লক্ষ।
সাধারণত মাধ্যমিক হয় ফেব্রুয়ারী মাসে এবং উচ্চমাধ্যমিক পরীক্ষা হয় মার্চ মাসের মধ্যে, কিন্তু করোনা পরিস্থিতিতে ঠিক করা হয় মাধ্যমিক
হবে ১ থেকে ১০ জুন এবং উচমাধ্যমিক হবে ১৫ই জুন থেকে চলবে ৩০ জুন পর্যন্ত।

করোনার দ্বিতীয় ঢেউ এর জন্ন্যে আবার জব ওলোট পালট হয়ে গেলো , এই বিপুল সংখক পরীক্ষার্থী কি ভাবে পরীক্ষা কেন্দ্রে গিয়ে পরীক্ষা দেবে
সেটাই বোরো প্রশ্নের মুখে এসে দাঁড়ায়।

Leave a Comment